ধর্মতলায় জোকা-এসপ্ল্যানেড রুটের প্রান্তিক স্টেশন তৈরির জন্য ময়দান মার্কেট স্থানান্তরের প্রক্রিয়া শুরু করল মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর পশ্চিম প্রান্তের প্রবেশপথের ঠিক পাশেই রানি রাসমণি অ্যাভিনিউ এবং সিধো-কানহো ডহরের কাছে নতুন দ্বিতল বাজার তৈরি করা হবে।
কার্জন পার্ক এলাকায় ৪৭২০ বর্গমিটারের আধুনিক বাজার গড়ে তোলা হবে। সেখানে ফুড কোর্ট ,পার্কিং লট, শৌচালয়, আগুন প্রতিরোধের পরিকাঠামো ছাড়াও আধুনিক নিকাশি ব্যবস্থা থাকবে। আগামী এক বছরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা করেছে মেট্রো কর্তৃপক্ষ। নতুন বাজার তৈরির জন্য গত ২৭ মে মেট্রোর নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। নতুন বাজার তৈরির পরেই ময়দান মার্কেটের দোকানদারেরা সেখানে উঠে যাবেন। তারপরেই বর্তমানের ময়দান মার্কেটের জায়গায় শুরু হবে স্টেশনের নির্মাণকাজ।
এর আগে ময়দান মার্কেট সরানো নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু স্থানীয় দোকানদারদের আপত্তিতে তা বাস্তবায়িত হয়নি। পরে রাজ্য সরকার ও কলকাতা পুরসভার হস্তক্ষেপে জট কাটে। সেনাবাহিনীও জানিয়ে দেয়, ময়দান একাকায় মেট্রোরেলের কাজে তাদের কোনও আপত্তি নেই।