বৈদেশিক মুদ্রা লেনদেন তদন্ত মামলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ED-র ডাকে দিল্লি যাচ্ছেন না মহুয়া মৈত্র। নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরেই থাকবেন তিনি। সারাদিনই নির্বাচনী প্রচারের কর্মসূচি রয়েছে তাঁর।
কী কর্মসূচি রয়েছে মহুয়া মৈত্রের?
আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে মহুয়া মৈত্র জানিয়েছেন, বৃহস্পতিবার কৃষ্ণনগর লোকসভার অধীনে কালীগঞ্জ বিধানসভায় নির্বাচনী প্রচার করবেন তিনি। নয়াচর গ্রামেও কর্মসূচি রয়েছে।
ED সূত্রে জানা গিয়েছিল, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় তলব করা হয়েছিল মহুয়া মৈত্রকে। বৃহস্পতিবার তাঁকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগেও একবার তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু হাজিরা দেননি তিনি।