মহুয়া মৈত্রকে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করে, তাহলে তাঁর হয়ে মনোনয়নপত্র জমা দেবেন তাঁর মা মঞ্জু মৈত্র। মেয়েকে এই মর্মে হোয়াটসঅ্যাপ করেছেন তিনি৷ মায়ের সেই বার্তা সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মহুয়া।
কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে তাঁর মা লিখেছেন, 'তুমি আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি রাখো। ওরা যদি তোমায় গ্রেফতার করে, তাহলে আমি ভোটে মনোনয়ন জমা দেব।'
Ankush-Oindrila: মির্জার প্রচারে বাল্যবন্ধুর মিষ্টির দোকানে অঙ্কুশ, রাবড়ি খাওয়ালেন ঐন্দ্রিলাকে
মায়ের এই হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট পোস্ট করেছেন মহুয়া। সঙ্গে লিখেছেন, 'বিজেপির ইডি, সিবিআইয়ের এই প্রতিদিনের প্রেমের উদযাপন নিয়ে আমার মায়ের জবাব। ইউ রক মাম্মি। আসল বাঘিনি।'
মহুয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতাধীন মামলা (পিএমএলএ) যুক্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত সপ্তাহে মহুয়াকে ডেকে পাঠিয়েছিল ইডি। মহুয়া জানিয়েছিলেন, তিনি ভোটপ্রচারে ব্যস্ত। মঙ্গলবার ইডি নতুন করে সমন জারি করেছে। এর প্রেক্ষিতেই রাজনীতিবিদ মেয়েকে 'সংহতি'র বার্তা দিলেন মহুয়ার মা।