মাত্র কয়েকদিন আগে রাস্তার ধারে দোকানে চা তৈরি করেছিলেন। এবার গ্রামবাসীদের সঙ্গে ক্যারাম খেললেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। রীতিমতো ম্যাচবোর্ডে ক্যারাম পেটাতে দেখা যায় তাঁকে।
দিদির দূত হিসেবে কৃষ্ণনগরের মানুষের সঙ্গে জনসংযোগ করছেন দলের সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার নাকাশিপাড়া, চাপড়া এলাকায় ঘুরেছেন তিনি। দুপুরে মাঠে পরিবেশন করে খাইয়েছেন। তারপরই ম্যাচবোর্ডে ক্যারাম খেলতে দেখা যায় তৃণমূল সাংসদকে।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার সূচিতে বদল মধ্য শিক্ষা পর্ষদের, পিছিয়ে গেল ইতিহাস পরীক্ষা
এদিন নদিয়ার বেথুয়াডোহরিতে সভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সেই সভায় রাজ্য সভাপতি সুকান্ত মুজমদার জানান, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে এই কৃষ্ণনগর উপহার দিতে চান। যা ঘুরিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকেই কটাক্ষ করতে চেয়েছে বিজেপি।