কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র। অভিযোগ পত্রে তিনি লিখেছেন, তাঁর নির্বাচনী প্রচার কাজে সমস্যা তৈরি করছেন CBI আধিকারিকরা।
মহুয়া মৈত্রের অভিযোগ
নির্বাচন কমিশনকে লেখা অভিযোগপত্রে মহুয়া মৈত্র প্রশ্ন তুলেছেন, নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর কীভাবে তল্লাশি চালাতে পারে কেন্দ্রীয় সংস্থা? পুরো প্রক্রিয়াটি নির্বাচনী আচরণবিধি বিরোধী বলে দাবি তাঁর।
CBI তল্লাশি
শনিবার মহুয়া মৈত্রের কলকাতা ও কৃষ্ণনগরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। ঘুষের বিনিময়ে চাকরি কাণ্ডে তল্লাশি চালানো হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।