প্রথম কেনা লটারিতেই কেল্লাফতে ! চাষবাস করে কোনওরকমে সংসার চালাতেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বিষ্ণুপদ ঘোড়ুই । মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আজ তিনি কোটিপতি । নিজেও বিশ্বাস করতে পারেননি । এদিকে, ১ কোটি জিতেই তিনি সোজা চলে গেলেন থানায় । ভয় পেয়েছিলেন । তাই সুরক্ষার জন্য থানাতেই পরিবারের সঙ্গে রাত কাটালেন তিনি ।
মহিষাদলের কাঞ্জনপুর জালপাই এলাকার বাসিন্দা বিষ্ণুপদ চাষবাস করে সংসার চালান । তিনি জানিয়েছেন, রবিবার সকালে কাজে যাওয়ার পথে মহিষাদলের গাডুহাটায় একটি লটারির দোকান থেকে দেড়শো টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। সন্ধেবেলায় কাজ থেকে ফিরে জানতে পারেন, লটারির টিকিটে কোটি টাকার প্রথম পুরস্কার জিতেছেন তিনি । এত টাকা ঘরে আসছে শুনে ভয়ে সোজা মহিষাদল থানায় যান তিনি। থানায় বিষয়টি জানিয়ে নিরাপত্তার আর্জিও করেন । বিষ্ণুপদর আবেদনে তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয় ।
পুলিশ সূত্রে খবর, কোটি টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার না করা পর্যন্ত, নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি । কয়েকঘণ্টায় বিষ্ণুপদর ভাগ্যবদল হতে দেখে খুশি লটারি বিক্রেতাও ।