আজ মহা শিবরাত্রি (Shivratri 2023)। পঞ্জিকা মতে সন্ধ্যা ৬.০৩ মিনিটের পর কৃষ্ণ চতুর্দশী পড়ছে। যদিও ইতিমধ্যেই রীতি-রেওয়াজ মেনে, উপবাস করে ভোলেনাথের দর্শন পেতে ভক্তরা ভিড় জমিয়েছেন তারকেশ্বরে (Tarakeshwar)।
সকাল থেকেই শৈবতীর্থ তারকেশ্বরে ভক্তের ভিড়। দুধ, বেলপাতা, আকন্দ ফুলের মালা হাতে নিয়ে জল ঢালতে লাইনে দাঁড়িয়েছে সকলে। আজ সারাদিন, সারারাত খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ। তবে, সন্ধ্যায় চতুর্দশী তিথি পড়লে ভক্ত সমাগম আরও বাড়বে তারকেশ্বর মন্দিরে।
আরও পড়ুন - কেন ফাল্গুনেই পালিত হয় শিব রাত্রি? জানুন ব্রতের মাহাত্ম্য়