৪ ভোটে হারছিলেন, মানতে না পেরে ব্যালট পেপার চিবিয়ে খেয়ে ফেলে ছিলেন,তারই প্রতিদ্বন্দ্বী উত্তর ২৪ পরগনার হাবরার ভুরকুণ্ডা গ্রামের ৩১ নম্বর বুথের সিপিএম প্রার্থী অভিযোগ করেছিলেন। দিন দুয়েক আড়ালে থাকার পর ব্যালট চিবানো নিয়ে মুখ খুললেন মহাদেব মাটি।
আনন্দবাজারের তরফে একাধিকবার প্রশ্ন করা হয়, কেমন ছিল ব্যালটের স্বাদ, তাতে কিছুটা বিরক্ত হয়ে মহাদেব জানান, যে সময়ের সথা হচ্ছে, তিনি নাকি তখন ভোটে জিতছিলেন, খামোখা ব্যালট কাগজ খেলে তো তাঁরই ক্ষতি! পালটা সাংবাদিককেই প্রশ্ন করেন মহাদেব, ব্যালটপেপার কখনও খাওয়া যায়? ওতে তো ভোটের কালি রয়েছে। তাতে অ্যাসিড থাকে। সে কাগজ খেলে তিনি বাঁচতেন না বলেও জানান মহাদেব।
রাজনীতির হাতেখড়ি ক্লাস নাইনে, তখন কংগ্রেস করতেন, মায়ের ভোট তিনিই দিয়ে আসতেন বলে জানিয়েছেন বিতর্কিত ঘাসফুল প্রার্থী।