নিছকই সোশাল মিডিয়ায় আপাত নিরীহ একটি ভিডিও। আর তা ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ভিডিওটিতে রীতিমতো আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে অঙ্গভঙ্গি করতে দেখা যায় এক যুবককে।
জানা গেছে, ওই যুবকের নাম ইমরান খান, তিনি দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটের (Magrahat) বাসিন্দা। ওই ভিডিও হাতে আসার পরেই ডায়মণ্ড হারবার থানার(Daimond Harbour Police Station) পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, প্রথমে ইমরানের বাড়ি গিয়ে তার থেকে একটি পিস্তল(Pistol) উদ্ধার করা হয়। এরপর অভিযুক্তকে জেরা করে বড়োসড়ো অস্ত্রভাণ্ডারের খোঁজ পায় পুলিশ। স্থানীয় এক দোকান থেকে ৮টি আগ্নেয়াস্ত্র এবং ১২ রাউণ্ড গুলি উদ্ধার করে পুলিশ। কী কারণে এই বিপুল অস্ত্র সেখানে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন- Jhalda Murder Update: 'তৃণমূলে আসতেই হবে', ঝালদার কংগ্রেস নেতা খুনে প্রকাশ্যে চাঞ্চল্যকর অডিয়ো ক্লিপ
প্রসঙ্গত উল্লেখ্য, রামপুরহাটকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশ দেন। রাতারাতি বাতিল হয় পুলিশের সমস্ত ছুটি। নবান্নের নির্দেশে সক্রিয় হয় রাজ্য পুলিশ। ১০ দিনের জন্য বাতিল হয় সমস্ত ছুটি। আর সেই স্পেশাল ড্রাইভের(Special Drive) ফল মিলেছে হাতেনাতে। রাজ্য বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বিপুল অস্ত্রশস্ত্র। খড়দহ, শ্যামনগর, জগদ্দল, সামশেরগঞ্জ সহ একাধিক জায়গা থেকে উদ্ধার হয় বোমা। এবার এই তালিকায় নবতম সংযোজন দক্ষিণ ২৪ পরগণার মগরাহাট।