এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result) প্রকাশিত হবে শুক্রবার। মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) সূত্রে জানা গিয়েছে, ফল প্রকাশের পাশাপাশি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha routine) সূচিও শুক্রবার ঘোষণা করা হতে পারে।
শুক্রবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। পর্ষদ সূত্রে জানা গিয়েছে এ বছর ১১ লাখ ২৬ হাজারের বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল। তাদের মধ্যে প্রায় ১১ লাখ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। শুক্রবার ফল প্রকাশের পাশাপাশি প্রথম ১০তম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে পর্ষদ।
ইতিমধ্যে পর্ষদের তরফে আগামী বছরের পরীক্ষার সূচি অনুমোদনের জন্য স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সূচি অনুমোদিত হলে শুক্রবারই ফল প্রকাশের পাশাপাশি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচিও পর্ষদ ঘোষণা করতে পারে। পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, আগামী বছর পরীক্ষার সূচি কিছুটা এগিয়ে আনতে চায় পর্ষদ। ২০২৩- এ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে থেকেই পর্ষদ মাধ্যমিক পরীক্ষা শুরু করতে চায়। উল্লেখ্য, করোনা অতিমারীর আগে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে শুরু হত। এবছর পরীক্ষা শুরু হয়েছিল মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে।