এবার মাধ্যমিকে (Madhyamik Results 2022) জোড়া সাফল্য। যুগ্মভাবে প্রথম দুই জেলা। প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের সিএমএস স্কুলের ছাত্র রৌনক মণ্ডল (Raunak Mondal)। প্রাপ্ত নম্বর ৬৯৩। ১-১০-এর মধ্যে থাকবে, তা জানত রৌনক।
এই সাফল্য বাবা-মাকেই উৎসর্গ মাধ্যমিকে প্রথম ছাত্র রৌনক মণ্ডলের। পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তার এই সাফল্যের ভাগীদার। রৌনকের সবথেকে পছন্দের বিষয় অঙ্ক ও জীবন বিজ্ঞান। ডাক্তার হওয়াই স্বপ্ন রৌনকেরও। দিনে আট ঘণ্টার ওপর পড়াশোনা করত রৌনক। মোট সাতজন শিক্ষকের কাছে মাধ্যমিকের প্রস্তুতি নিয়েছে রৌনক।
আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের ফল, একনজরে মাধ্যমিকের প্রথম তিন
গল্পের বই আর গান করতে ভাল লাগত মাধ্যমিকের প্রথম হওয়া ছাত্র রৌনকের। পছন্দের গল্পের বই ফেলুদা। সত্যজিৎ রায়ের সব সিনেমাই ভাল লাগে রৌনকের। আর ভাল লাগে রবীন্দ্রসঙ্গীত গাইতে।