জুনের প্রথম সপ্তাহেই ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam Results 2022) ফলাফল প্রকাশিত হবে। স্কুল শিক্ষা দফতর সূত্রে এখবর জানানো হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ফল প্রকাশের প্রস্তুতি এখন তুঙ্গে। খাতা দেখা ও নম্বর জমা দেওয়ার কাজ প্রায় শেষ। তবে কত তারিখে ফল প্রকাশ হবে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল পরীক্ষার্থীরা wbresults.nic.in এবং wbbse.wb.gov.in ওয়েবসাইট থেকে জানতে পারবেন। এছাড়া মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও ফল জানা যাবে। করোনা অতিমারী শুরু হওয়ার পর এই বছর প্রথম অফলাইনে মাধ্যমিক পরীক্ষা হয়েছে।
আরও পড়ুন: Paresh Adhikary: সকালেই নিজাম প্যালেসে এলেন পরেশ অধিকারী, শুক্রবার ফের জেরা সিবিআইয়ের
এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যাটি ৫০ হাজার বেড়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ এবং ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।
পর্ষদ সূত্রে জানা গিয়েছ, খাতা দেখা ও নম্বর মার্কশিটে তোলার কাজ দ্রুতগতিতে চলছে। সেই কাজ প্রায় শেষ হয়ে এসেছে। পরিকল্পনা মাফিক সব কিছু এগোচ্ছে। তাই জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করতে কোনও সমস্যা হবে না ।