মাধ্যমিকে প্রশ্ন (Madhyamik Exam 2024) ফাঁস নিয়ে আরও সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। এবার প্রশ্নপত্রে থাকবে সিরিয়াল নম্বর। সেই কারণেই প্রশ্ন ফাঁস রুখতে আরও কড়া পর্ষদ। এবার থেকে প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর রাখার সিদ্ধান্ত নিল পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, প্রশ্নপত্রে কোডিং সিস্টেম চালু করতে চলেছে তারা। প্রত্যেক প্রশ্নপত্রে আলাদা কোড নম্বরের ওয়াটারমার্ক। তার ওপরে গাঢ় অক্ষরে ছাপা হবে প্রশ্ন। প্রশ্নপত্রের ছবি তুলতে গেলে কোড নম্বরের ছবিও। সেই কোড নম্বর দিয়ে সনাক্ত করা হবে সেই পরীক্ষাকেন্দ্র বা ওই বিশেষ পরীক্ষার্থীকে।
আরও পড়ুন - শুভেন্দুর সাসপেনশনের পাল্টা মুখ্যমন্ত্রীকে বয়কট বিজেপির, উল্টো সুর দিলীপ ঘোষের