বুধবার শেষ হল এবছরের মাধ্যমিক পরীক্ষা (West Bengal Madhyamik Exam) । পরীক্ষা শেষের পর সাংবাদিক বৈঠক করেছিলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । তিনি জানান, নির্বিঘ্নেই শেষ হয়েছে এবারের পরীক্ষা । সেইসঙ্গে এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (WB Madhyamik 2022 Result) বেরানোর দিনক্ষণ জানিয়ে দেওয়া হল ।
পর্ষদ সভাপতি জানিয়েছেন, "সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৯০ দিনের মধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশ হওয়ার কথা । আমরা ৯০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করব।"
প্রসঙ্গত, ৭ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল । পরীক্ষা চলাকালীন কয়েকজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন । তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পর্ষদ সভাপতি ।
এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষের সামান্য বেশি ছিল । যদিও, আবেদন অনুযায়ী সবাই পরীক্ষা দিতে পারেনি । কতজন পরীক্ষা দিয়েছে, তা পরীক্ষার ফলপ্রকাশের দিন জানা যাবে বলে জানিয়েছে পর্ষদ ।