পার্থ-অর্পিতা প্রসঙ্গে ফের অকপট তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) । সম্প্রতি, এক সংবাদমাধ্যমকে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন । সেখানে বান্ধবী প্রসঙ্গ উঠতেই মদন মিত্র তাঁর স্বভাব-সিদ্ধ ভঙ্গিতে বললেন, "বান্ধবী ছাড়া জীবন মরুভূমি!"
পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে মদন (Madan Mitra Speaks about Partha Chatterjee) বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারটা হচ্ছে, দুর্নীতি কী হয়েছে তা নিয়ে। আমার বক্তব্য হচ্ছে, আমি আমার বান্ধবীকে কিছু দিলে তার ডকুমেন্ট থাকবে । কোথা থেকে কিনলাম, কোথা থেকে পেলাম সব থাকবে । প্রশ্নটা বান্ধবীকে নিয়ে নয়, প্রশ্নটা দুর্নীতি নিয়ে ।" মদন স্পষ্ট জানিয়েছেন, মানুষের সঙ্গে প্রতারণা করে, মানুষের টাকা নিয়ে নিজের আনন্দ ফূর্তির জন্য যদি সেই টাকা বান্ধবীকে খুশি করার জন্য ব্যবহার করা হয়, তাহলে সেটা অন্যায় । তাঁর মতে, মানুষকে প্রতারণা করে, বন্ধুত্ব কেন, সংসার ধর্মও পালন করা যায় না ।
আরও পড়ুন, Arpita Mukherjee : ইডির নজরে এবার অর্পিতার ইমেইল আইডি, আরও তথ্য পেতে গুগলের দ্বারস্থ তদন্তকারীরা
বান্ধবী প্রসঙ্গে তৃণমূল নেতা আরও বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনায় যাব না । কারণ, উনি অনেক বড় মন্ত্রী ছিলেন । অনেক বড় নেতা । আমার বান্ধবীরা কিন্তু ঝালমুড়িতেও খুশি হয় । পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে শুধু এটুকু বলব, দল যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে আমি একমত ।"
দিন দুয়েক আগেই, পার্থ-অর্পিতা 'ঘনিষ্ঠতা' নিয়ে মদন মিত্র পরিষ্কার জানিয়েছিলেন, "মদন মিত্র বা কেউ কোন মহিলার সঙ্গে বন্ধুত্ব করছেন, কোথায় খেতে যাচ্ছেন- এর মধ্যে কোনও পাপ নেই। কিন্তু, পার্থ যেটা করেছেন তার মধ্যে পাপ আছে। " কটাক্ষের সুরে বলেছিলেন, "পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন, সেই পারফরম্যান্সের কাছে আমি চুনোপুঁটি।"