রাজ্যের প্রাক্তন মন্ত্রী, হেভিওয়েট তৃণমূল (TMC) নেতা তথা কামারহাটির বিধায়ক(MLA Kamarhati) মদন মিত্র (Madan Mitra) এবং তাঁর ছেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন পুত্রবধূ। তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি ওই মহিলার।
ফেসবুকে মদনের পুত্রবধূ স্বাতী রায় বলেন, "২০১৪ সালে রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রীর বড় ছেলের সঙ্গে আমার বিয়ে হয়। কিন্তু কিছু দিন পরেই আমি বুঝতে পারি যে, আমার স্বামী একজন সাইকোপ্যাথ। সে মুঠো মুঠো ঘুমের ওষুধ এবং মদ খেত। আমাকেও মারধরও করত। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে মারধরের হাত থেকে বাঁচালেও কোনও লাভ হয়নি।" তাঁকে প্রথমে শ্বশুরবাড়ি থেকে কিছু অর্থ দেওয়া হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয় বলে দাবি করেছেন স্বাতী।
আরও পড়ুন: TMC: তৃণমূলে তৈরি হচ্ছে না মমতার 'ডেপুটি'র পদ, টুইট করে জানালেন কুণাল
এই মদন মিত্রের বক্তব্য, ‘‘এটা সম্পূর্ণ ভাবে আমার ছেলের ব্যাপার। আমি এই ধরনের কোনও খবর রাখি না। আমি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি। পরশুদিনও স্বাতী আমার দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে ছিল। ছেলেকে নিয়ে খেলাধুলো করেছে। তবে ভারতবর্ষে কেউ আইনের ঊর্ধ্বে নয়।"