Madan Mitra : ববি ওভারলোডেড, তর্পণ বিতর্কে পাল্টা জবাব মদনের, বিধানসভার স্পিকারকেও খোঁচা তৃণমূল নেতার

Updated : Oct 05, 2022 06:41
|
Editorji News Desk

তৃণমূল নেতা মদন মিত্রের (Madan Mitra) 'বিজেপি তর্পণ' (BJP Tarpan) নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে । মদনের এই কাজকে একেবারেই সমর্থন করেনি দল । এই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) । এবার ফেসবুকে লাইভ করে ফিরহাদ ও বিমান বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিলেন মদন মিত্র (Madan replies to Firhad and Biman Banerjee) ।

মদনের তর্পণ বিতর্কে ফিরহাদ বলেছিলেন, 'দল এসব ছ্যাবলামো বরদাস্ত করবে না ।'পাল্টা মদন তাঁর স্টেটমেন্ট ভাল করে পড়ে দেখার পরামর্শ দিয়েছেন ফিরহাদকে । তাঁর কথায়, 'দিলীপ বাবু যত অসভ্যতা করেছেন আজ অবধি, তার পঞ্চাশ গুণ সভ্য়তা করে আমি অন্তত ৫০ বার বলেছি, দিলীপ বাবুর পরিবারের সমৃদ্ধি, দীর্ঘায়ু ও কুশল কামনা করছি ।'  এরপরেই ফিরহাদকে উদ্দেশ্য করে মদন বলেন,"মনে হয় ববি ওভারলোডেড হয়ে গিয়েছে । একদিকে মন্ত্রিত্ব, একদিকে কলকাতার মেয়র, একদিকে অগ্রণীর পুজো, সারাদিন দলের পরিচালনা করা… এই মুহূর্তে ববি আমাদের দলের প্রায় মুখ হয়ে দাঁড়িয়েছে।" মদন স্পষ্ট জানিয়ে দেন,তিনি যা করেছেন তা প্রতীকী । দল যদি বরদাস্ত না করে, দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে । কিন্তু তার আগে কমিশন হবে, তদন্ত কমিটি হবে। কোনও একজন নেতার কথায় তো আর দল ব্যবস্থা নেবে না ।

আরও পড়ুন, Manik Bhattacharya : মানিক কোথায় ? রাত আটটার পরেও আসেননি সিবিআই দফতরে, থানায় করা হল নিখোঁজের ডায়েরি
 

মদনের 'বিজেপি তর্পণ' নিয়ে বিধানসভার স্পিকার বলেছিলেন, মদন পাবলিসিটি পাওয়ার জন্য এসব করছেন । বিমান বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে পাল্টা আক্রমণ করতেও ছাড়েননি মদন । তিনি তাঁকে মনে করিয়ে দেন,  “বিধানসভার বাইরে কে কী বলছেন, সেটা বিধানসভা থেকে বলা যায় না। স্পিকার মানে আপনি তৃণমূলের স্পিকার নন, আপনি গোটা বিধানসভার স্পিকার।”   

রবিবার মহালয়ার দিন বাবুঘাটে গিয়ে ‘বিজেপির তর্পণ’ করেন মদন । মদন দাবি করেছিলেন, রাজনৈতিক মৃত্যু হয়েছে বিজেপির, তাই এই তর্পণ । সেখানে তাঁকে শুভেন্দু এবং দিলীপ ঘোষের ছবিতে মালা দিতে দেখা যায় । যদিও মদন চান ব্যক্তিগত জীবনে সুস্থ থাকুন তাঁরা । এরপরেই তাঁর তর্পণকে কেন্দ্র করেই রাজনৈতিক বিতর্ক শুরু হয় । তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় বিজেপি । তৃণমূলও মদনের এই কাজকে সমর্থন করেনি ।

Biman Banerjeefirhad hakimmadan mitratarpan

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর