পুরসভা নির্বাচনের আগে বিস্ফোরক অভিযোগ করলেন কামারহাটির (Kamarhari) তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তাঁর দাবি, ক্যানিং, ভাঙড়, বসিরহাটের মতো জায়গা থেকে কোটি টাকা দিয়ে গুন্ডা তোলার চেষ্টা হচ্ছে। কামারহাটিতে অশান্তি তৈরিতে সচেষ্ট একটি মহল। মদনের অভিযোগ, গা-জোয়ারি করে তৃণমূলকে হারানোর চেষ্টা করছে বিক্ষুব্ধ তৃণমূল বা নির্দল প্রার্থীদের একাংশ।
কামারহাটির তৃণমূল প্রার্থীদের সমর্থনে টানা প্রচার করছেন মদন। তাঁর কথায়, "যার সঙ্গে যত বড় নেতারই যোগাযোগ থাক, কোনও লাভ হবে না। কেবলমাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থীরাই জিতবেন। আর কারও দাদাগিরি চলবে না।"
আরও পড়ুন: TMC: অভিষেকই সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কর্মসমিতির বৈঠকের পর পদ ঘোষণা পার্থ চট্টোপাধ্যায়ের
অন্য জায়গার মতো কামারহাটিতেও নির্দল কাঁটায় বিদ্ধ তৃণমূল কংগ্রেস। এবার রীতিমতো সুর চড়ালেন মদন।