নারদ মামলায় ব্যঙ্কশাল কোর্টে হাজিরা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। এরপর হাজিরা দেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee)। সবশেষে আসেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)।
এই তিনজনের আইনজীবী দাবি করেন, আদালতের কাছে এই তথ্যপ্রমাণের আসল নথি নেই। ফলে অভিযোগ মিলিয়ে দেখা যাচ্ছে না। এর পাশাপাশি আইপিএস এসএম মির্জার(SM Mirza) তরফে জানতে চাওয়া হয়, মোট ১২ জনের নামে অভিযোগ থাকলেও কেন নির্দিষ্ট ৫ জনের নাম চার্জশিটে রয়েছে।
শনিবার সকালেই আদালতে আসেন মদন মিত্র(Madan Mirta)। এরপরেই বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাজির হন শোভন চট্টোপাধ্যায়(Sovan-Baishakhi)। তবে তাঁরা এই বিষয়ে মুখ খোলেননি। পরবর্তী শুনানি ১১ জুলাই।
বেশ কয়েকবছর ধরে মামলা চলছে। গতবছরের মে মাসে সিবিআই(CBI) গ্রেফতার করে ফিরহাদ হাকিমকে(Firhad Hakim)। হেফাজতে নেওয়া হয় মদন মিত্রকে। যা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।