আবার বাড়ল এলপিজি(LPG) সিলিন্ডারের দাম। বেশ কিছুদিন এক থাকার পর মার্চের শুরুতেই ধাক্কা দিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম(Commercial Gas Price)।
জানা গেছে, আজ ১ মার্চ থেকেই কার্যকর হবে নতুন দাম(New Price of LPG Cylinder)। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের(Commercial Gas) দাম দিল্লিতে(Delhi) ১০৫ টাকা এবং কলকাতায়(Kolkata) ১০৮ টাকা বেড়েছে। পাশাপাশি বেড়েছে ৫ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এর দাম বেড়েছে ২৭ টাকা।
আরও পড়ুন- Anish Khan Murder: আনিস খান মৃত্যুর প্রতিবাদে আবার পথে বামেরা, আজ কলেজস্ট্রীটে সমাবেশ করবে SFI-DYFI
তবে আপাতত বাণিজ্যিক গ্যাসের দাম(Commercial Gas Price) বাড়লেও বাড়েনি গৃহস্থের ব্যবহারযোগ্য সিলিন্ডারের দাম(Domestic LPG Cylinder Price)। কিন্তু এই ঘটনায় ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখছেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষজন। তাঁদের অনেকের মতে, আবার পেট্রোল-ডিজেলের(Petrol-Diesel) দাম বাড়া স্রেফ সময়ের অপেক্ষা।