শুক্রবার দিনভর আকাশের মুখ ভার থাকলেও, সেভাবে বৃষ্টি পায়নি কলকাতা। রাতের দিকে দমকা হওয়ার সঙ্গে এক-দুপশলা বৃষ্টি হয়েছে। কিন্তু শনিবার আকাশ সকাল থেকে মেঘলাই। এর জেরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকে ,তাই গরম অস্বস্তি বজায় রয়েছে দিনভর।
তাপমাত্রা বৃদ্ধি এবং পাল্লা দিয়ে আপেক্ষিক আর্দ্রতার বাড়বাড়ন্ত-সব মিলিয়ে ভরা শরৎ কালেও অস্বস্তিতে জেরবার বঙ্গবাসী। এর মধ্যেই আবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ।
এই আবহাওয়া বদলের কারণে আগামী কয়েকদিন গাঙ্গেয় পচিমবঙ্গে ঝড় ঝঞ্ঝা জারি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা আছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।