বিতর্কিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল লরেটো কলেজ। ফের বিবৃতি দিয়ে কর্তৃপক্ষ জানাল, ভুল করে ওই শর্ত আরোপ করা হয়েছিল। তার জন্য ক্ষমাও চাওয়া হয়েছে।
লরেটো কলেজে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে সোমবার থেকে শুরু হয় বিতর্ক। সোশ্য়াল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। অনেকেই ওই বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তোলেন।
সোমবার যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে ভর্তির শর্তে জানানো হয়, ইংরেজি মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে তবেই ভর্তির আবেদন করা যাবে। এর পরেই নিন্দার ঝড় ওঠে। বাংলার একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েও কীভাবে বাংলা ব্রাত্য করা হয়েছে সেনিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
লরেটো কলেজের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলা নয়, ইংরেজি মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করলে তবেই ভর্তির আবেদন করা যাবে। সোশাল মিডিয়ায় এনিয়ে নিন্দার ঝড় তুলেছেন অনেকে। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন লরেটো কলেজে কেন বাংলা ব্রাত্য?