ফের তৃণমূল অন্দরে সংঘাত প্রকাশ্যে । আবারও সামনে এল অর্জুন-সোমনাথ দ্বন্দ্ব । ব্যারাকপুর কেন্দ্রে লোকসভার টিকিট যাতে অর্জুন সিংকে না দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিতে চলেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম । তাঁর পাশে দাঁড়িয়েছেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীও । জানা গিয়েছে, ইতিমধ্যেই ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় অর্জুনের সমর্থনে পোস্টার পড়েছে । কিন্তু, দল যাতে অর্জুনকে টিকিট না দেয়, ফের সেই আর্জি জানালেন দুই তৃণমূল বিধায়ক ।
সোমনাথ শ্যামের দাবি, এলাকাবাসীও সাংসদ হিসেবে দেখতে চাইছেন না অর্জুনকে । ইতিমধ্যেই তাঁর কাছে নাকি সেই আবেদন জানিয়েছে এলাকাবাসী । মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চিঠি পাঠাবেন সোমনাথ, সেখানে বেশ কিছু এলাকাবাসীর সইও রয়েছে বলে জানিয়েছেন সোমনাথ ।
অর্জুনকে কটাক্ষ করে সুবোধ অধিকারী বলেন,"অর্জুন সিং আগে ঠিক করুন, কাদের প্রার্থী হবেন? বিজেপির না কি তৃণমূলের?' তাঁর অভিযোগ, বিজেপির সাংসদ হয়ে একসময় তৃণমূল কর্মীদের উপর কম অত্যাচার করেননি । সেই কথা কেউ ভোলেনি ।