গুড ফ্রাইডের সকালে ভোট প্রচারে ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলি । শুক্রবার চার্চে গিয়ে প্রার্থনা করে জনসংযোগ সারলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী । অন্যদিকে, ওই একই কেন্দ্রের রাজগ্রাম এলাকায় ঢাক বাজিয়ে প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত । একইসঙ্গে তাঁত শিল্পীদের সঙ্গে কথা বলেন তিনি ।
ধূপগুড়ি সুপারমার্কেট চত্বরে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা.জয়ন্ত কুমার রায় । গতবারের তুলনায় এবার অনেক বেশি মার্জিনে জিতবে বলে আশাবাদী তিনি । অন্যদিকে, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত মিছিল করে জনসংযোগ সারলেন ।
কৃষ্ণনগরে প্রচার করলেন বামফ্রন্ট প্রার্থী এস এম সাদি । প্রচার চলাকালীন তিনি তৃণমূল ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন । তাঁর দাবি, 'লুটেরা' এবং 'চোরেদের' তাড়াতে এবার কৃষ্ণনগরে বামফ্রন্ট জয়ী হবে।