সাত দফায় লোকসভা নির্বাচন শেষ হয়েছে। এবার রেজাল্টের পালা। মঙ্গলবার সকাল থেকে ধীরে ধীরে ভোটের ফলাফল সামনে আসবে। ইতিমধ্যেই গণনাকেন্দ্রগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই আবহে ভোট যুদ্ধ মাতাতে বাজারে এল প্রতীক সন্দেশ।
ভোটের ফল ঘোষণা হতেই রাজনৈতিক দলের সদস্যরা মেতে উঠবেন জয়োল্লাসে। নিজের দলের জয় সেলিব্রেট করতে হবে দেদার মিষ্টিমুখ। আর এই সেলিব্রেশনের কথা মাথায় রেখে ফল ঘোষণার আগে মিষ্টির দোকানের শোকেস ভরে উঠেছে জোড়া ফুল, কাস্তে হাতুড়ি তারা, হাত অথবা পদ্মফুল আঁকা সন্দেশে। এছাড়াও রয়েছে সবুজ, গেরুয়া রসগোল্লা।
বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের জন্য এই বিশেষ আয়োজন করেছে বর্ধমানের নেতাজী মিষ্টান্ন ভাণ্ডার। ভোটের বাজার ধরতে এই সন্দেশ এবং রসগোল্লার দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে। আর এই মিষ্টি বাড়তি উন্মাদনা জাগাবে বলেই মনে করছেন দোকানদার।