হাওড়া স্টেশনে কাছে লাইনচ্যুত ডাউন বাগনান লোকাল। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে টিকিয়াপাড়ার কাছে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে এর জেরে ওই রুটের ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। যাত্রীরা হেঁটে হাওড়া স্টেশনে পৌঁছন।
জানা গিয়েছে, হাওড়া স্টেশনে ঢোকার মুখে টিকিয়াপাড়া কারশেডের কাছে হঠাৎ বিকট শব্দ হয়। এবং ট্রেনের ৫ নম্বর বগিটি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটির গতিবেগ খুবই ধীরে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অফিস টাইমে দুর্ঘটনার জেরে প্রবল সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া মুখী একটি লোকাল ট্রেন লাইনচ্য়ুত হয়েছে। ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে বর্তমানে রেলের ইঞ্জিনিয়ররা সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।