আর কয়েকদিন পরেই রাজ্য ভাসবে আলোর খেলায়। তার আগেই অবশ্য হঠাৎ হঠাৎ করেই ছুটি নিচ্ছে বিদ্যুৎ। কিন্তু কেন এমনটা হচ্ছে। রাজ্য বিদ্যুৎ দফতর সূত্রে জানানো হয়েছে, প্রায় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ঘাটতির জেরে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে দফায় দফায় লোডশেডিং হচ্ছে। কয়লার যোগানের সমস্যার পাশাপাশি রাজ্য বিদ্যুৎ নিগমের উৎপাদন ঘাটতিও এর অন্যতম কারণ।
গত কয়েকদিন ধরেই এই সমস্যা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, হুগলিতে দফায় দফায় লোডশেডিংয়ের খবর মিলেছে। ঘণ্টা কেটে গেলেও অনেক জায়গা বিদ্যুৎহীন হয়েছে। শুক্রবার থেকে এর দাপট যেন বেশি। প্রায় একই সমস্যা উত্তরবঙ্গেও।
আজ শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গিয়েছে, ফরাক্কায় ২০০ মেগাওয়াট কম উৎপাদন হওয়ায় পরিস্থিতি সেই একইরকম রয়েছে।