নতুন বছর শুরুর প্রাক্কালে রাজ্যের পড়ুয়াদের (West Bengal) খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছাত্রছাত্রীদের 'স্টুডেন্টস উইক' বা 'পড়ুয়া সপ্তাহের' শুভেচ্ছা জানিয়েছেন মমতা।
Duare Sarkar: নতুন বছরে 'দুয়ারে সরকার' এর ক্যাম্পেই মিলতে পারে করোনা টিকা
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন বছরের প্রথম সপ্তাহটা রাজ্য সরকার স্টুডেন্টস উইক বা পড়ুয়া সপ্তাহ হিসাবে পালন করবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, রাজ্য সরকার পড়ুয়াদের জন্য 'স্টুডেন্টস ক্রেডিট কার্ড' বা 'তরুণের স্বপ্নে'র মতো যুগান্তকারী উদ্যোগ নিয়েছে।
মমতা জানিয়েছেন, ছাত্রছাত্রীরাই দেশ ও রাজ্যের ভবিষ্যৎ। রাজ্য সরকার তাঁদের পাশে আছে।