আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই বৃষ্টি(Rain) শুরু হল কলকাতায়(Kolkata) । মঙ্গলবার সন্ধেবেলা কলকাতার(Kolkata) বেশ কয়েকটি এলাকায় ঝমঝমিয়ে নামে বৃষ্টি । বেশ কিছু ছায়গায় শিলাবৃষ্টিও হয়েছে বলে খবর ।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে জানুয়ারি মাসেই শীত(Winter) প্রায় বিদায় নিতে বসেছে । বেড়েছে তাপমাত্রা । তার উপর সঙ্গী হয়েছে বৃষ্টি । এদিন, সন্ধে হতেই আকাশ কালো করে বৃষ্টি নামে কলকাতায় । সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট । প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলেও পরে তীব্রতা বাড়ে । জানা গিয়েছে, নাগের বাজার থেকে এয়ারপোর্ট অঞ্চলে বেশ কিছু ক্ষণ শিলাবৃষ্টিও হয় । আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’তিন ঘণ্টায় নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও(North Bengal) হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । শুক্রবার পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ।