শিলিগুড়ি পুরসভা নির্বাচনে (Siliguri Municipal Election) প্রার্থী হচ্ছেন প্রাক্তন মেয়র ও সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য (Ashoke Bhattacharya)। ৬ নম্বর ওয়ার্ডেই প্রার্থী হচ্ছেন তিনি। পুর নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। তবে জানা গেছে, পুরনির্বাচনে কংগ্রেসের জয়ী আসন ছেড়েই প্রার্থী দেবে বামফ্রন্ট।
সদ্য শেষ হওয়ায় কলকাতা পুরসভা নির্বাচনে বামেদের ভোটব্যাঙ্ক অনেকটাই বেড়েছে। মঙ্গলবার শিলিগুড়ির বৈঠকে বসে বামদলগুলো। সেখানেই ভোটে লড়তে সম্মত হন অশোক ভট্টাচার্য। জানা গিয়েছে, গত পুর নির্বাচনে তালিকাই ধরে রাখবে বামফ্রন্ট।
আরও পড়ুন: প্রার্থীর নাম ঘোষণার আগেই শিলিগুড়িতে পুরভোটের প্রচারে বিজেপি
২০২১ বিধানসভা নির্বাচনে হেরেছেন। তাই পুরসভা নির্বাচনে লড়বেন না বলেই জানান অশোক ভট্টাচার্য। সোমবার জানা যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ফোন করেছিলেন অশোক ভট্টাচার্যকে। তারপরই নাকি নির্বাচনে লড়তে রাজি হন তিনি। কিন্তু পরে সিপিএমের পক্ষ থেকে জানানো হয়, এরকম কোনও ঘটনা ঘটেনি।