মুর্শিদাবাদে (Murshidabad Murshidabad Bar Council Vote) ফের ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস (TMC) । সাগরদিঘি উপনির্বাচনে ধরাশয়ীর পর এবার বার কাউন্সিলের নির্বাচনেও পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল । এই নির্বাচনেও তৃণমূলকে টেক্কা দিল বাম-কংগ্রেস জোট (Left-Congress Alliance) । যদিও, ভোটের ফলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ।
মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ছিল । মোট ২৫৪ জনের মধ্যে এদিন ভোট দেন ২১৬ জন আইনজীবী । সম্পাদক পদে তৃণমূল প্রার্থী মহম্মদ মনিরুজ্জামানকে ৩৯টি ভোটে হারিয়ে জেতেন বাম-কংগ্রেস জোট প্রার্থী মহাম্মদ দেলোয়ার হোসেন । অন্যদিকে, ৪১ ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীকে হারিয়ে সভাপতির পদ নিজেদের দখলে রেখেছে বাম-কংগ্রেস জোট ।
আরও পড়ুন, Pakistan Earthquake : পাক-আফগান সীমান্তে জোড়াল কম্পন, কমপক্ষে ৯ জনের মৃত্যু
সাগরদিঘি উপনির্বাচনের পর মুর্শিদাবাদে এই বার কাউন্সিলের ভোটে জয় যেন কোথাও মুর্শিদাবাদের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দিচ্ছে । এমনই মত রাজনৈতিক মহলের । কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আগামিদিনে মুর্শিদাবাদে তৃণমূলের অস্তিত্ব বিলুপ্ত হবে । পর পর ভোটে শাসকদলের হার তারই ইঙ্গিত । অব্যদিকে, তৃণমূল বলছে, আইনজীবীদের ভোট এবং সাধারণ নির্বাচন সম্পূর্ণ আলাদা প্রেক্ষাপট ।