সোমবার রামমন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। তার জন্য জেলায় জেলায় বিভিন্ন সংগঠনের তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালনায় রামচন্দ্রের মূর্তি তৈরি করেছেন জগৎ মণ্ডল নামে এক শিল্পী। সোমবার ওই মূর্তি প্রতিষ্ঠা করা হবে। এর পাশাপাশি বীরভূমে তৈরি হচ্ছে প্রায় ৬০ ফুটের রামচন্দ্রের ছবি। BJP দলীয় কার্যালয়ের সামনে ওই পেন্টিং বসানো হবে।
বর্ধমানে প্রস্তুতি
শহর বর্ধমানেও একাধিক সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। পতাকা থেকে শুরু করে, রামের ছোটো মূর্তি বিক্রি করছেন তাঁরা। এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন সামগ্রীও রয়েছে।
চাল পাঠালেন সাংসদ সুকান্ত মজুমদার
অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে লরি ভর্তি গোবিন্দভোগ চাল অযোধ্যায় পাঠালেন সাংসদ সুকান্ত মজুমদার। মোট ১ হাজার ১ কিলো চাল পাঠানো হয়েছে। মূলত মন্দিরের ভোগ প্রদানের জন্যই ওই চাল পাঠিয়েছেন সাংসদ।