শুক্রবারই কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya) । তারাপীঠে (Tarapith Temple) ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । কোভিডের জন্য পর পর দুই বছর কৌশিকী অমাবস্যায় পূর্ণাথীদের জন্য তারাপীঠ বন্ধ ছিল । এবার আর কোনও বিধিনিষেধ থাকছে না । তবে প্রত্যেককে মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে । সেক্ষেত্রে এবার যে ভালই ভিড় হবে, তার আর কোনও সন্দেহ থাকছে না । ভিড় সামাল দেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে মন্দির কমিটি থেকে জেলা প্রশাসন (Last Miniute Peparation in Tarapith) । ভক্তদের জন্য শুক্রবার ও শনিবার সারারাত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি ।
ভিড় সামলাতে এদিন নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে । মন্দির চত্বর বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে ও সিসিটিভি লাগানোর কাজ চলছে । অপ্রীতিকর ঘটনা এড়াতে, প্রশাসনের পক্ষ থেকে শতাধিক সিসিটিভি লাগানো হবে। গোটা মন্দির চত্বর লাইট দিয়ে সাজানো হচ্ছে । বড় পর্দার মাধ্যমে ভক্তদের আরতি দেখার ব্যবস্থা করা হবে । মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড করা হচ্ছে।
আরও পড়ুন, Suruchi Sangha Durga Puja 2022 : অশান্ত পৃথিবী ? সুরুচি সঙ্ঘ বলছে 'পৃথিবী আবার শান্ত হবে'
কথিত আছে কৌশিকী অমাবস্যার দিন তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক ব্যামাক্ষ্যাপা । তারাপীঠে শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন সাধক ব্যামাক্ষ্যাপা । তাঁকে দেখা দেন মা তারা । সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা । এদিন, মাকে রাজবেশে সাজিয়ে পূজো করা হয় । দূরদূরান্তে থেকে আসেন সাধু সন্ন্যাসীরা ।