রাতভর ভারী বৃষ্টির জেরে ধস নামল কালিম্পংয়ে। ধসের জেরে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি। রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল। চলছে উদ্ধারকাজ।
জানা গিয়েছে রবিবার রাত থেকে পাহাড়ের তরাই, ডুয়ার্স-সহ গোটা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আর সেই বৃষ্টিপাতের জেরেই রম্ভি এলাকায় ব্যাপক ধস নামে।ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ।
আরও পড়ুন - উত্তরবঙ্গে মৌসুমি বায়ু, অবশেষে রাজ্যে প্রবেশ করল বর্ষা, দক্ষিণে আরও কিছুদিনের অপেক্ষা
ধসের জেরে ব্যাহত হয়েছে সেবক-রংপো রেল প্রকল্পের কাজ। স্থানীয় সূত্রের খবর, রম্ভি এলাকার বাসিন্দা কর্ণ বাহাদুর ছেত্রী, পাপ্পু খাতি ও গিতা সিলাল নামে তিনজনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।