লোকসভায় রং বোমা হামলার ঘটনায় এবার উঠে এল পশ্চিমবঙ্গ যোগ। জানা গিয়েছে, হামলার পর মুলচক্রী ললিত ঝাঁ যোগাযোগ করেছিলেন এরাজ্যের বাসিন্দা নীলাক্ষ আইচের সঙ্গে। তাঁর বাড়ি হালিশহরে। নীলাক্ষ এবং ললিত একই NGO-র হয়ে কাজ করতেন বলে জানা গিয়েছে।
নীলাক্ষ জানিয়েছেন, রংবোমা হামলার পর সেই ভিডিও তাঁর কাছে পাঠান ললিত। যদিও তারপর আর কোনওভাবে যোগাযোগ হয়নি তাঁদের মধ্যে। ইতিমধ্যে দিল্লি পুলিশের এক আধিকারিক তাঁকে ফোন করেছিলেন বলেও জানিয়েছেন। তাঁর সাফ জবাব, তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন।