মোবাইল ফোনে অচেনা নম্বর Unkwin Phone Number) থেকে আসা লিঙ্কে (Link) ক্লিক করতেই বিপত্তি। ব্ল্যাকমেলিংয়ের (Blackmailing) শিকার উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) ব্যারাকপুরের (Barrackpore) এক তরুণী । টাকা চেয়ে তাঁর কাছে পরপর মেসেজ আর ফোন আসতে থাকে বেসরকারি সংস্থায় কর্মরত তরুণীর কাছে। ছবি বিকৃত করে পাঠিয়ে হুমকিও দেওয়া হয় তাঁকে। এই ঘটনায় টিটাগড় থানায় দায়ের হয়েছে অভিযোগ
অভিযোগকারিণীর দাবি, প্রতিবাদ করায় ছবি বিকৃত করে অভিযোগকারিণীর ফোনের কনট্যাক্ট লিস্টে থাকা পরিচিতদের কাছে পাঠিয়ে টাকা আদায়ের জন্য চাপ দেওয়া শুরু হয় বলে অভিযোগ। গতকাল টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়। বিষয়টি খতিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ।