রাত তখন ৯টা বা ১০ টা । হঠাৎ ফুলবাগান থানায় (Phoolbagan Police Station) হন্তদন্ত হয়ে ঢুকলেন এক ব্যক্তি । চোখে-মুখে বিভ্রান্তি । আর হাতে রক্ত মাখা ছুরি । পুলিশকে জানালেন, স্ত্রীকে খুন (Man reportedly murdered his Wife in Kankurgachi) করেছেন তিনি । শুধু তাই নয়, স্ত্রীকে খুন করার পর নিজেও বিষ খেয়েছেন । এরপরই পুলিশ দ্রুত ওই ব্যক্তিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে । সেইসঙ্গে গলা কাটা অবস্থায় তাঁর স্ত্রীকে উদ্ধার করে প্রথমে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকুড়গাছি এলাকায় ।
ওই ব্যক্তির নাম উত্তম বাঁকুলি । মৃতের নাম ববি বাঁকুলি । বাড়ি কাঁকুড়গাছি রোড এলাকায় । পরিবার সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকত । মঙ্গলবার সন্ধ্যেবেলাতেও অশান্তি হয় বলে জানা গিয়েছে । এরপরই ছুরি দিয়ে স্ত্রীকে গলা কেটে খুন করেন ওই ব্যক্তি । পরে নিজেও বিষ খান ।
আরও পড়ুন, Indian Airforce : মাঝ আকাশে বাবা-মেয়ের যুগলবন্দী, একসঙ্গে যুদ্ধবিমান চালানোর নজির বায়ুসেনায়
জানা গিয়েছে, প্রথমে নাকি, উত্তমবাবুর ছেলে বাবার বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ করেন থানায় । তার কিছু ক্ষণ পরেই একটি ছুরি নিয়ে থানায় হাজির হন বাবা উত্তম বাঁকুলি । স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন । যদিও, তাঁর স্ত্রী হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি । হোমিসাইট শাখার আধিকারিকরা ঘটনাস্থলে যান । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।