কুড়মি আন্দোলনের দ্বিতীয় দিনেও রেল ভোগান্তি অব্যাহত। বৃহস্পতিবার মোট ৮৫টি ট্রেন বাতিল হয়েছে বলে খবর। পুরুলিয়া-ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় রেলের পাশাপাশি সড়কপথ আটকে চলছে বিক্ষোভ। নিত্যযাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনেও প্রভাব পড়েছে বলে খবর। কুড়মি আন্দোলনের জেরে আদ্রা ডিভিশন, খড়্গপুর ডিভিশনে বিপর্যস্ত ট্রেন চলাচল। খড়্গপুর-টাটানগর রেলপথেও বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। এদিন বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
বুধবার ভোর থেকেই পুরুলিয়ার কুস্তাউর এবং ক্ষেমাশুলিতে রেল রোকোর ডাক দেন কুড়মিরা। কুড়মিদের দাবি, অবিলম্বে তাঁদের তফশিলি উপজাতির তালিকাভুক্ত করতে হবে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরেও এই একই দাবিতে ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুর-পুরুলিয়ার একাধিক জায়গায় রেল রোকো-রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মি সম্প্রদায়ের মানুষ। টানা চারদিনের সেই আন্দোলনে প্রবল সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। ফের একবার তাঁদের দাবিদাওয়া নিয়ে পথে নামলেন কুড়মিরা।
আরও পড়ুন- Recruitment Scam: তদন্তকারীরা অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে, আদালতে চিঠি দিলেন কুন্তল