তৃতীয় দিনে পড়ল কুড়মিদের আন্দোলন। পুরুলিয়ার কুস্তাউর-ক্ষেমাশুলি স্টেশনে রেললাইন আটকে চলছে বিক্ষোভ-অবস্থান। পাশাপাশি, ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুরেও চলছে আন্দোলন। এই আন্দোলনকে বৃহত্তর রূপ দিতে ৯ই এপ্রিল কোটশিলাতে রেল ও সড়কপথ অবরুদ্ধ করার ডাক দিয়েছে কুড়মি সমাজ। ইতিমধ্যেই কুড়মিদের এই আন্দোলনের প্রভাব পড়েছে ঝাড়খন্ড-ওড়িশা-বিহারের মতো রাজ্যগুলিতে।
পুরুলিয়া-ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় রেলের পাশাপাশি সড়কপথ আটকে চলছে বিক্ষোভ। নিত্যযাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনেও প্রভাব পড়েছে বলে খবর। কুড়মি আন্দোলনের জেরে আদ্রা ডিভিশন, খড়্গপুর ডিভিশনে বিপর্যস্ত ট্রেন চলাচল। খড়্গপুর-টাটানগর রেলপথেও বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। এদিন বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
আরও পড়ুন-
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরেও এই একই দাবিতে ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুর-পুরুলিয়ার একাধিক জায়গায় রেল রোকো-রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মি সম্প্রদায়ের মানুষ। টানা চারদিনের সেই আন্দোলনে প্রবল সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। ফের একবার তাঁদের দাবিদাওয়া নিয়ে পথে নামলেন কুড়মিরা।