রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayet Election 2023) দামামা বেজে গিয়েছে। আসন্ন নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের (TMC Candidates) বয়কটের ডাক কুড়মিদের। পাশাপাশি জনজাতি গোষ্ঠীর প্রার্থীরা, যারা কুড়মিদের বয়কটের ডাক দিয়েছে, তাদেরও বিরোধিতা করা হয়েছে। পরিবর্তে নিজেরাই পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াবেন কুড়মি নেতারা।
শুক্রবার ঝাড়়গ্রামের এক বেসরকারি অতিথিনিবাসে এই বৈঠক করেন কুড়মি সমাজের কেন্দ্রীয় নেতারা। সিদ্ধান্ত হয়, ১২ জুনের মধ্যে তাঁদের বন্দি নেতাদের মুক্তি না দিলে ও CRI জাস্টিফিকেশন কমেন্টস না পাঠালে পঞ্চায়েতে তৃণমূলকে কোনও ভোট দেওয়া হবে না। সূত্রের খবর, নিজেরা ভোটে লড়ার জন্য এলাকাভিত্তিক প্রার্থী নির্বাচন প্রক্রিয়াও শুরু করেছেন কুড়িমি নেতারা।
আরও পড়ুন: সুষ্ঠুভাবে নির্বাচন করতে মুখ্য়সচিবের সঙ্গে বৈঠক, চিহ্নিত ৫ স্পর্শকাতর জেলা
শুক্রবার ঝাড়গ্রাম বৈঠকের পর কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক মাহাতো জানিয়েছেন, শাসকদলের পক্ষ থেকে বলেই দেওয়া হয়েছে, কুড়মিরা কখনও ভোট দেননি। অনেক আন্দোলনকারী নেতাদেরও বন্দি রাখা হয়েছে। তাদের মুক্তি না দিলে শাসকদলকে ভোট দেবে না কুড়মি সমাজ। সিআরআই জাস্টিফিকেশন কমেন্টসও পাঠাতে হবে।