ফের সুজন চক্রবর্তীর বিরুদ্ধে সোচ্চার কুণাল ঘোষ। সুজন-পত্নী মিলি চক্রবর্তীর চাকরি বিতর্কের পর এবার সোশ্যাল মিডিয়ায় নতুন তালিকা প্রকাশ তৃণমূল মুখপাত্রের। মোট ১৩ জনের নাম এবং পেশা সংক্রান্ত তালিকা প্রকাশ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে বিঁধেছেন কুণাল। এমনকি, সিপিএমের সূত্রেই ওই তালিকা তিনি হাতে পেয়েছেন বলেও জানান কুণাল।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘সুজন চক্রবর্তীকে ঘিরে আবার একটি তালিকা সামনে এসেছে। সিপিএমের সূত্রেই বেরিয়েছে। তখন রাজ্যে অত বেকার, আর ওই বৃত্তে সবাই চাকরিতে।’’ পোস্টে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে কুণাল ঘোষের প্রশ্ন, তালিকা ঠিক হলে একসঙ্গে ১৩ জনের চাকরি পাওয়া কি স্বাভাবিক। এমনকি, এই ঘটনা ঠিক হলে তদন্তের দাবিও করেন তৃণমূল মুখপাত্র।
উল্লেখ্য, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল নেতাদের নাম জড়ানোর পর থেকেই পাল্টা বামেদের নিশানা করেছে শাসক দল। কিছুদিন আগেই শতরূপ ঘোষের ২২ লাখের গাড়ি নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। তার প্রেক্ষিতে শতরূপ সাংবাদিক সম্মেলন করে তাঁর জবাব দেন। তবে তারপরই কুণাল ঘোষ মানহানির অভিযোগে নোটিশ পাঠান শতরূপ ঘোষ-বিমান বসু-মহম্মদ সেলিমকে।
আরও পড়ুন- Jitendra Tiwari: ভর্তি নিল না SSKM , পার্থ চট্টোপাধ্যায়ের মতো প্রেসিডেন্সি জেলেই ঠাঁই হল জিতেন্দ্রর