বৃহস্পতিবারের ডিএ আন্দোলনের মঞ্চ। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি আদায়ের মঞ্চে মিলেমিশে একাকার বাম-বিজেপি-কংগ্রেস। সিপিএম মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীর পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর সঙ্গেই এদিন মঞ্চে ওঠেন অশোক লাহিড়ী, শঙ্কুদেব পণ্ডারা। ছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীও।
এরপরই রাজ্যের তিন বিরোধী রাজনৈতিক দলকে এক বন্ধনীতে এনে আক্রমণ শানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘যাদের সঙ্গে মানুষ নেই, সেই নেতারা ওখানে অস্তিত্ব জাহির করতে গিয়েছিলেন।'
রামনবমীর দিন ডিএ আন্দোলনকারী মঞ্চে হাজির হলেও বিজেপি-সুলভ একটি শব্দও প্রয়োগ করতে দেখা যায়নি শুভেন্দুকে। বরং 'সংগ্রামী অভিনন্দন' বা 'সংগ্রামী হাতিয়ার' জাতীয় কিছুটা বামপন্থী-সুলভ শব্দে সম্পূর্ণ অন্যরূপে ধরা দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
আরও পড়ুন-