BCCI প্রেসিডেন্ট পদে আর থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। খবর প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে জোর জল্পনা। তাঁর পরিবর্তে আসতে পারেন রজার বিনি। প্রেসিডেন্ট বদলালেও বোর্ডের সচিব পদে থাকবেন জয় শাহ। এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল বলেছেন, "বিজেপি আগেই এমন একটা প্রচার রাজ্যজুড়ে চালিয়েছিল। যেখানে সারা বাংলার মানুষ ভাবতে শুরু করেছিল সৌরভ গেরুয়া শিবিরে নাম লেখাবেন। কিন্তু সৌরভ তা করেননি।" জয় শাহ থাকলেও তাই সৌরভকে সরানো হচ্ছে বলে দাবি কুণাল ঘোষের। কুণাল ঘোষ আরও বলেন, “আমরা এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করছি না। কিন্তু এই ধরনের প্রচার যেহেতু বিজেপির তরফ থেকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তাই এই ধরনের জল্পনার জবাব দেওয়ার দায়িত্বও বিজেপির নিশ্চয়ই থাকবে।”
বিজেপির তরফে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর কথায় মতাদর্শের জোরে কারও কাছে আত্মসমর্পণ না করে বিজেপি বাংলায় এই জায়গায় এসেছে। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর নির্ভর করে বিজেপিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হতে হবে? সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমর্থন না থাকলে আমরা অপাংক্তেয় হয়ে যাব?” এইসব 'কুৎসা' রটিয়ে তৃণমূল সৌরভকেই অপমান করছেন বলে মত শমীকের।