রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারি নিয়ে বিজেপি ও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন কুণাল ঘোষ। কুণালের দাবি, এই গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিজেপির এই পদক্ষেপে তৃণমূল মোটেই দুর্বল হয়নি। বরং বিজেপি জমি হারিয়েছে, দাবি কুণালের।
এদিন কুণাল ঘোষ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু বিজেপির ভাবা উচিত নয়, এই সব করে তৃণমূল দুর্বল হয়ে পড়বে। তৃণমূল নির্বাচনে এর জবাব দেবে বিজেপিকে।"
শুভেন্দু অধিকারীর মামলা কোথায়! এই নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। তিনি বলেন, "সিবিআই-ইডি সারদা মামলায় কী করল! সেই কেস শেষ কবে হবে।"