শতরূপ ঘোষ-কুণাল ঘোষ বিতর্ক অন্যদিকে মোড় নিল। বৃহস্পতিবার সিপিএম নেতা শতরূপ ঘোষকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান ওই তৃণমূল নেতা।
ফেসবুক পোস্টে কুণাল লিখেছেন, শতরূপের বক্তব্য ছিল, কুণালের বাবার গোপন অন্য সন্তান আছে, কুণালের বেনামি ভাই ইত্যাদি। পাশাপাশি তিনি টেস্টটিউব বেবি সংক্রান্ত বিষয়টি তুলে তাঁর বাবাকে অপমানের অভিযোগ করেন। এখানেই থামেননি কুণাল। তাঁর অভিযোগ, সিপিএম রাজ্য দফতরে বসে সাংবাদিক বৈঠক করার আগে বিমান বসু বা মহম্মদ সেলিমের অনুমতি লাগে। ফলে ওঁদের অনুমতিতেই এই কুৎসয়া করেছেন শতরূপ।
কুণাল ঘোষের হুঁশিয়ারি, আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে এই তিন বাম নেতার বিরুদ্ধে সিভিল বা ক্রিমিনাল আইনমত ব্যবস্থা নেবেন তিনি।
আরও পড়ুন- Medicine Price Reduce: জীবনদায়ী ওষুধে আমদানি শুল্কে ছাড় কেন্দ্রের, তালিকায় ক্যানসারের ওষুধও