তৃণমূল সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে CBI তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি পাঠিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন।
মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন কুণাল ঘোষ। এবং ওই পোস্টের সঙ্গে তিনি জানান, অমিত শাহের তরফে ওই চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে। এবং দিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত বলেও জানিয়েছেন তিনি।
গত কয়েক দিন ধরে রাজ্যে সরকারের বিরুদ্ধে চোর বলে প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। তারপরেই শুভেন্দুর বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ তোলেন কুণাল ঘোষ। সেকারণেই তাঁর বিরুদ্ধে তদন্ত করার জন্যই অমিত শাহের কাছে চিঠি লিখেছেন কুণাল।