নিজের দলেরই নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের । টুইট করে সেই নেতাকে 'অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর'-এর মতো বিশেষণ ব্যবহার করে আক্রমণ করেছেন তিনি । এমনকী, সেই নেতার বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির অভিযোগ এনেছেন । তবে কারও নাম নেননি কুণাল । সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, যাঁর উদ্দেশে কথাগুলি বলেছেন, এখনই তাঁর নাম বলতে রাজি নন । রাজনৈতিক মহলের দাবি, উত্তর কলকাতার এক হেভিওয়েট নেতার বিরুদ্ধে তোপ দেগেছেন কুণাল । লোকসভা ভোটের আবহে তৃণমূল মুখপাত্রের মন্তব্যের পর থেকেই দলের অন্দরে অস্বস্তি শুরু হয়েছে ।
কুণাল ঘোষ নাম না করলেও ইঙ্গিতটা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এর আগেও দলের অন্যান্য নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন । একদিকে, সাংসদের বয়স নিয়ে বিতর্ক, অন্যদিকে,সুদীপবাবু সেভাবে সক্রিয় নন বলে অভিযোগ। উত্তর কলকাতায় তাঁকে কোনও কর্মসূচিতে দেখতে পাওয়া যায় না বলে অভিযোগ । ভোটে জেতেন শুধু মমতা–অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য । কুণালের টুইটে সেই ইঙ্গিতই লক্ষ্য করা গেল ।
কুণাল এক্স হ্যান্ডেলে লেখেন, 'নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক এবং দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।'
কার উদ্দেশে কথাগুলো কুণাল বলেছেন, সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,'কার উদ্দেশে বলেছি সেটা এখনই বলব না। পড়েছে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে ঠিক বাজবেই। দলের লোকেরাও বুঝতে পারবে। বাকিটা ঠিক সময়ে বলব।'