রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান লিফলেট আকারে ছাপিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে তুলে দেবে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে একথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ঠিক কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে৷ ৩৩৭ কোম্পানি বাহিনী আসা নিয়ে সবুজ সংকেত এসেছে। বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী আদৌ আসবে কিনা, তা এখনও অস্পষ্ট। এর মধ্যেই কুণাল ঘোষ জানালেন, তাঁর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লিফলেট বিলি করে রাজ্যের উন্নয়নের খতিয়ান দেবেন।
বাংলা, হিন্দি, উর্দুতে ছাপানো হবে লিফলেট। লেখা থাকবে কন্যাশ্রী, সবুজ সাথী সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা। তবে কত লিফলেট ছাপানো হবে তা বলেননি কুণাল।