বিজেপি ক্যাডারের মতো আচরণ করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার এই ভাষাতেই রাজ্যপালকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
কুণাল ঘোষের অভিযোগ, এরাজ্যে বিরোধীরা যা চাইছে সেই অনুযায়ী বক্তব্য রাখছেন রাজ্যপাল। কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্য টাকা না দিলেও রাজ্যপাল সেবিষয়ে কোনও মন্তব্য করছেন না বলেও অভিযোগ করেন তিনি।
রাজ্যপাল প্রসঙ্গে কুণাল আরও বলেন, "রাজ্যপালের হাতে রাজভবন নিরাপদে নেই। বিজেপির জন্য সেফ হাউস বানিয়েছেন তিনি। এবং রাজভবন বিজেপির সেফ হাউসে পরিণত হয়েছে।"
বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, বিজেপির দুই ভাই। একটা কংগ্রেস এবং অন্য একটি সি পি এম।