এবার তৃণমূলের ধরনা মঞ্চে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতিকে আহ্বাণ জানালেন তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়ারও দাবি তোলেন তিনি।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে তিনি শর্ত আরোপও করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ জানান, তৃণমূলের ধরনা মঞ্চে আসা উচিত কেন্দ্রীয় মন্ত্রীর।
মঙ্গলবার কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সাংসদরা। সেখানে তাঁদের সঙ্গে দেখা করেননি মন্ত্রী। উল্টে তাঁদের উপর নিগ্রহ করারও অভিযোগ করা করা হয়।
Read More- কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে অভিষেকের সাক্ষাৎ করিয়ে দেওয়ার প্রস্তাব সুকান্তর, দিলেন 'শর্ত'
সেই ঘটনার পর কলকাতায় রাজভবনের সামনে ধরনা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর শনিবার দিল্লি থেকে কলকাতায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতি।